হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু  

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. সোহাগ রহমান (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।  

মৃত সোহাগের রহমান ঝিনাইদহ সদর এলাকার কানহরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জয়দেবপুর রেলস্টেশনের উত্তর পাশের রেললাইনে কাজ করার কারণে একটি ট্রেন এসে সেখানে থামে। কিছুক্ষণ পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় হঠাৎ সোহাগ রহমান ট্রেনের সামনে রেললাইনের ওপর শুয়ে পড়েন এবং ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর জয়দেবপুর রেলক্রসিংয়ের উত্তর পাশে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’ 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ‘আজ সকাল পৌনে ১০টার দিকে খবর পাই যে জয়দেবপুর রেলক্রসিংয়ের একটু সামনে ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়দেবপুর রেলওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট