হোম > সারা দেশ > ফরিদপুর

সালথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় তন্বী আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার  (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী ও একই উপজেলার খোয়াড় গ্রামের মনা মৃধার মেয়ে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ‘গতকাল রাতেই ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এ ছাড়া এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।’

এদিকে তন্বী আক্তারের বাবা মনা মৃধার দাবি, তাঁর মেয়েকে হত্যা করে স্বামীর পরিবারের লোকেরা ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।

এ নিয়ে গট্টি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পারভেজ মাতুব্বর বলেন, ‘পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শুনেছি।’ 

 

 

 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যা: শনাক্ত হয়নি কেউ, স্ত্রীর মামলা

কেরানীগঞ্জে নারী কারারক্ষীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

এনসিপির আধিপত্যবাদবিরোধী মার্চে পুলিশের বাধা

ডেমরায় ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে অছিম পরিবহনের বাস চলাচল বন্ধ