হোম > সারা দেশ > ফরিদপুর

সালথায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় তন্বী আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার  (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নূর ইসলামের স্ত্রী ও একই উপজেলার খোয়াড় গ্রামের মনা মৃধার মেয়ে। আজ সকালে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ নিয়ে জানতে চাইলে সালথা থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ‘গতকাল রাতেই ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। এ ছাড়া এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।’

এদিকে তন্বী আক্তারের বাবা মনা মৃধার দাবি, তাঁর মেয়েকে হত্যা করে স্বামীর পরিবারের লোকেরা ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছিল। তিনি মেয়ে হত্যার বিচার দাবি করেন।

এ নিয়ে গট্টি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পারভেজ মাতুব্বর বলেন, ‘পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শুনেছি।’ 

 

 

 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির