হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

দলের আদর্শ না মানলে ব্যবস্থা, শামীম ওসমানকে ইঙ্গিত করে আবদুর রহমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সিটি নির্বাচনে সাংসদ শামীম ওসমানের অবস্থান প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কোনো ব্যক্তি এককভাবে অপরিহার্য নয়। যাঁর কথা বলা হচ্ছে (শামীম ওসমান) তিনিও দলের আদর্শ মেনেই নেতা হয়েছেন। যদি সে আজ সেসব মানতে না চান তাহলে আমরা সেই সম্পর্কে খোঁজ নিব। যদি নিশ্চিত হই তবে তাঁর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আজ শনিবার দুপুরে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন আবদুর রহমান। এদিন শহরের প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

আবদুর রহমান আরও বলেন, ‘জাতীয় পার্টির ৪ চেয়ারম্যান নাকি তৈমূরের পক্ষে কাজ করছেন। তাঁরা যদি জাতীয় রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত না নেয়, তাহলে তাঁদের বিষয়ে আমরা চিন্তাভাবনা করব। আমাদের কাছে মনে হয় তাঁরা দ্রুত তাঁদের অবস্থান পরিষ্কার করবেন।’ 

দলীয় অপর প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা নির্বাচন পরিচালনা কমিটিতে সবাই কাজ করছি নৌকাকে জেতাতে। ভৌগোলিক কারণে নারায়ণগঞ্জ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইভী এত দিন নারায়ণগঞ্জে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন। তাই তাঁকেই পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সকলের সহযোগিতা চাচ্ছি।’ 

নানক আরও বলেন, ‘নারায়ণগঞ্জ শান্তিময় শহর। এখানে প্রচুর উন্নয়ন হচ্ছে আইভীর নেতৃত্বে। আরও অনেক চমক আছে, যা আমরা এখনই জানাতে চাই না। আমাদের দল আওয়ামী লীগ, নেত্রী শেখ হাসিনা। নির্বাচনকে আমরা মনে করি মানুষের কাছে যাবার একটি বড় সুযোগ।’

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ