হোম > সারা দেশ > ফরিদপুর

নৌকায় ভোট দিতে হবে, সে জন্য অনেকেই ভোটকেন্দ্রে যায়নি: বিএনএম চেয়ারম্যান 

ফরিদপুর প্রতিনিধি

জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর বলেছেন, ‘ভোটকেন্দ্রে অনেকে যায়নি। বিএনপির ভয়ে যায়নি কথা সেটা না, বরং আওয়ামী লীগের ভয়েই যায়নি। কারণ ভোটকেন্দ্রে গেলে আওয়ামী লীগের নেতা–কর্মীদের চাপে নৌকায় ভোট দিতে হবে, সে জন্য অনেকেই ভোট দিতে যায়নি। নামে মাত্র কাস্টিং ভোট দেখানো হয়েছে।’

আজ মঙ্গলবার ফরিদপুরের মধুখালী প্রেসক্লাব চত্বরে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ জাফর বলেন, ‘সাধারণ মানুষ ভোট দিলে জয়লাভ করতাম। বিশ্বাস ঘাতকতা করেছে কিছু মানুষ, না হলে আমরা জয়লাভ করতাম। প্রশাসন নির্বাচন নিরপেক্ষ রাখতে পারেনি, নিরপেক্ষ থাকার কথা বলে আমাদের নির্বাচনে আনা হয়েছে। সে জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু শেষ মুহূর্তে যেভাবে হওয়ার কথা নির্বাচন সেভাবে হয়নি।’

নিজের দল সম্পর্কে তিনি বলেন, সরকার অন্যায় করলে তার বিরুদ্ধে কথা বলব, ভালো করলে তার পক্ষে কথা বলব–এটায় বিএনএমের রাজনীতি। যার দল নেই তার বল নেই, যার গুষ্টি নেই–তার পুষ্টি নেই। রাজনীতি করতে গেলে পক্ষে–বিপক্ষে কথা বলতে হবে। বিএনএমের প্রধান কাজ দলকে সংগঠিত করা। বিএনপি আমাকে যথাযথ মূল্যায়ন করেনি। ফলে আমি নিজে দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করেছি।’

মো. গোলাম মোস্তফা মোল্যার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন–জেলা বিএনএমের আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম মনসুর নান্নু, মো. আবুল হোসেন, খন্দকার ওবায়দুর রহমান, তাহমিনা জাফর, জাহাপুর ইউনিয়নের নেতা আজাদ, রায়পুর ইউনিয়নের মো. রেজাউল, মো. ইসলাম, মো. বদর প্রমুখ। সঞ্চালনা করেন মিজানুর রহমান।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল