হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর থেকে বাংলাদেশে ওয়ান এক্স বেটের মূল এজেন্ট গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনলাইনভিত্তিক সাইপ্রাসের জুয়ার প্লাটফর্ম ‘ওয়ান এক্স বেট’ এবং রাশিয়ার ‘বেট উইনার’ এর বাংলাদেশ শাখার প্রধান এজেন্ট মো. মতিউর রহমানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল বৃহস্পতিবার নেপালের কাঠমুন্ডু যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। 

সিআইডি জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম মেলবেট, ওয়ান এক্স বেট ও বেট উইনার নামক জুয়া সাইটগুলোতে জুয়া পরিচালনাকারী চক্রের ৬ সদস্যকে গত ৩১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর, বনশ্রী ও আগারগাঁও এবং সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি। এ ঘটনায় সিআইডির উপপরিদর্শক আল হাদী রবিন বাদী হয়ে ডিএমপির পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। 

সিআইডির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৭ সালে পড়াশোনার জন্য রাশিয়ায় যান মতিউর। সেখানে স্নাতক সম্পন্ন শেষে বর্তমানে সমাজকর্মে স্নাতকোত্তর করছেন। তিনি ২০২১ সালে ওয়ান এক্স বেট এবং বেট উইনার নামক বেটিং সাইটের সঙ্গে যুক্ত হন। ৫ হাজার ডলার সিকিউরিটি মানি দিয়ে তিনি ওয়ান এক্স বেট এবং ৩ হাজার ডলার সিকিউরিটি মানি দিয়ে বেট উইনারের বাংলাদেশের এজেন্টশিপ নেন। 

বাংলাদেশে জুয়ার সাইট পরিচালনা করায় আগে গ্রেপ্তারকৃত ৬ জনের (রেজাউল, সৈকত, সাদিকুল, নাজমুল, তৌহিদ, জাকির) সহায়তায় একটি চক্র গড়ে তোলেন মতিউর। চক্রের সদস্যদের মধ্যে সৈকত, সাদিকুলসহ আরও কয়েকজন তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এম এফ এস) এজেন্ট নম্বরগুলো ব্যবহার করে টাকা লেনদেন করতেন। 

পরে সব এজেন্টের কাছ থেকে সংগ্রহ করা টাকা সৈকত ও মতিউর যৌথভাবে পাচার করত। এভাবে তারা প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা হুন্ডি করে দেশের বাইরে পাচার করেছে বলে জানা গেছে। মতিউরকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘অনলাইন জুয়ার অধিকাংশ সাইটই রাশিয়া থেকে পরিচালিত হয়। সেখানে কেউ সাইট চালায়, আবার কেউ বিক্রি করে। ২০২১ সালে দুটি অনলাইন জুয়া প্লাটফর্মের বাংলাদেশ শাখার এজেন্ট হন। এরপর থেকেই তিনি নিজস্ব লোক দিয়ে এগুলো চালাচ্ছিলেন।’ 

কত টাকা পাচার করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়ান এক্স বেট এবং মোস্ট বেট এই দুইটা অনলাইন জুয়ার সাইট পরিচালনায় মতিউর ৪০ জন লোক নিয়োগ করেছিল। তারা একেক জন প্রতিদিন গড়ে দুই থেকে তিন লাখ টাকা লেনদেন করত। সেই হিসেবে ৮০ থেকে ৯০ লাখ টাকা প্রতিদিন লেনদেন হতো।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই