হোম > সারা দেশ > ঢাকা

মাওয়ায় যাত্রীবাহী বাসসহ ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু এলাকায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় যাত্রীবাহী তিনটি বাসসহ পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এসব যানবাহনের অন্তত ১০ জন যাত্রী আহত হন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার বলেন, ‘ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি মাওয়ার খান বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ওই বাসটি ঢাকামুখী আরও দুটি বাসকে ধাক্কা দেয়। সামনে থাকা বাসগুলো তাদের সামনে থাকা একটি জিপ গাড়ি ও একটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গাড়িগুলোর বিভিন্ন অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। বাস, প্রাইভেট কার ও জিপে থাকা অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে একজন গুরুতর অবস্থা হন।’

জিয়াউল হায়দার আরও বলেন, ‘আহত সবাইকে উদ্ধার করে আশপাশের হাসপাতালসহ ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার কয়েক মিনিটের মধ্যে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সড়ক থেকে সরানো হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা