হোম > সারা দেশ > ঢাকা

মাওয়ায় যাত্রীবাহী বাসসহ ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু এলাকায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় যাত্রীবাহী তিনটি বাসসহ পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এসব যানবাহনের অন্তত ১০ জন যাত্রী আহত হন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার বলেন, ‘ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি মাওয়ার খান বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ওই বাসটি ঢাকামুখী আরও দুটি বাসকে ধাক্কা দেয়। সামনে থাকা বাসগুলো তাদের সামনে থাকা একটি জিপ গাড়ি ও একটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গাড়িগুলোর বিভিন্ন অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। বাস, প্রাইভেট কার ও জিপে থাকা অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে একজন গুরুতর অবস্থা হন।’

জিয়াউল হায়দার আরও বলেন, ‘আহত সবাইকে উদ্ধার করে আশপাশের হাসপাতালসহ ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার কয়েক মিনিটের মধ্যে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সড়ক থেকে সরানো হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

গুলশানে ৫৪০ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ১

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন