হোম > সারা দেশ > ঢাকা

মাওয়ায় যাত্রীবাহী বাসসহ ৫ যানবাহনের সংঘর্ষ, আহত ১০

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু এলাকায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় যাত্রীবাহী তিনটি বাসসহ পাঁচটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এসব যানবাহনের অন্তত ১০ জন যাত্রী আহত হন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার বলেন, ‘ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি মাওয়ার খান বাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ওই বাসটি ঢাকামুখী আরও দুটি বাসকে ধাক্কা দেয়। সামনে থাকা বাসগুলো তাদের সামনে থাকা একটি জিপ গাড়ি ও একটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গাড়িগুলোর বিভিন্ন অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। বাস, প্রাইভেট কার ও জিপে থাকা অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে একজন গুরুতর অবস্থা হন।’

জিয়াউল হায়দার আরও বলেন, ‘আহত সবাইকে উদ্ধার করে আশপাশের হাসপাতালসহ ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার কয়েক মিনিটের মধ্যে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সড়ক থেকে সরানো হয়। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল