হোম > সারা দেশ > ঢাকা

সাভারে স্ত্রী-কন্যা-শাশুড়ির সামনে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সাভার

রুবেল মিয়া। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে স্ত্রী, কন্যা ও শাশুড়ির সামনে দুই সহদোরের ছুরিকাঘাত ও হাতুড়ির আঘাতে রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে পৌর এলাকার দিলখুসাবাগে এ ঘটনা ঘটে।

রুবেল মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে পৌর এলাকার মজিদপুরে থাকতেন।

নিহতের স্ত্রী ইশা আক্তার বলেন, ‘আমার মেয়ে ও মাকে নিয়ে গতকাল শুক্রবার বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পথে রাত ৮টার দিকে দিলখুসাবাগে একটি মুরগির দোকান থেকে মুরগি কিনছিলাম। এ সময় আমাদের পূর্বপরিচিত বাশার নামে এক যুবকসহ আরও একজন একটু দূরেই দাঁড়িয়ে ছিলেন। আমাকে দেখেই বাশার কথা আছে বলে তাঁর কাছে যেতে বলেন। আমি তাঁর কাছে যেতে না চাইলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। এ অবস্থায় মোবাইল ফোনে বিষয়টি আমার স্বামীকে জানাই। তিনি পাশের একটি মার্কেটে ছিলেন। আমি মোবাইল ফোনে বিষয়টি জানানোর পরপরই আমার স্বামী ঘটনাস্থলে পৌঁছান। এ সময় তিনি বাশারের কাছে ঘটনা জানতে চান। ওই মুহূর্তে বাশারের ভাই ওবায়দুরও সেখানে পৌঁছান। এরপর কথা-কাটাকাটির একপর্যায়ে বাশার ও ওবায়দুর মিলে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাথায় হাতুড়ির আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’

বাশার ও তাঁর ভাই ওবায়দুরের সঙ্গে আপনার স্বামী বা আপনার কোনো শত্রুতা ছিল কি না জানতে চাইলে ইশা বলেন, ‘আমার জানা নেই।’

সাভার থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, ‘গতকাল রাতে দিলখুসাবাগ এলাকায় রুবেল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ