হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

যানজট নিরসনের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। আজ বুধবার বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবি সিদ্দিক। এ সময় নাগরিক কমিটির সম্পাদক জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় আরও বক্তব্য দেন কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানি সংকর রায়, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, খেলাঘরের জেলা সম্পাদক ফুয়াদ মহসিন, বাসদের জেলা কমিটির সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব প্রমুখ।

মানববন্ধনে নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, ‘আমার গাড়িতে শহরের চাষাঢ়া থেকে ডিআইটি যেতে এক লিটার তেল খরচ হয়। অথচ দূরত্ব মাত্র এক কিলোমিটার। এর একমাত্র কারণ যানজট। আমি জেলা প্রশাসককে (ডিসি) অনুরোধ করব, আপনি অনেক ভালো মানুষ শুনেছি। কিন্তু এই শহরের জন্য কিছুই করেন না। আমাদের কথাগুলো শুনে, দ্রুত শহরকে যানজট মুক্ত করার ব্যবস্থা নিন।’

আমরা নারায়ণগঞ্জবাসীর আহ্বায়ক হাজী নূর উদ্দিন বলেন, ‘গত দশ বছরে পঞ্চাশবার অনুরোধ করেছি যানজট নিরসনের ব্যবস্থা করার জন্য। এ সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ, বিআরটিএকে এক হয়ে কাজ করতে হবে। সমন্বয় না করে পুরো শহরকে স্থবির করে রেখে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট