হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রায় দেড় মাস পর কার্যালয় খুলে সভা করল কিশোরগঞ্জ বিএনপি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রায় দেড় মাস পর খুলল কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের তালা। আজ শনিবার বিকেলে তালা খুলে শতাধিক নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করেন। পরে সেখানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ দিকে তালা খোলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করেন। কিন্তু কোনো আটকের খবর পাওয়া যায়নি। 

জেলা বিএনপির নেতা-কর্মীরা জানান, দীর্ঘ দেড় মাস পর জেলা বিএনপির কার্যালয়টিতে নেতা-কর্মীরা প্রবেশ করেছেন। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভাকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে জেলা শহরের স্টেশন রোডের কার্যালয়টি। গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে ঘিরে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এর রেশ ধরে দেড় মাসের বেশি সময় ধরে তালাবদ্ধ দলটির কিশোরগঞ্জ জেলা কার্যালয়। জেলাজুড়ে গ্রেপ্তার অভিযানে আতঙ্কিত নেতা-কর্মীরা কার্যালয়মুখী হননি খুব একটা। 

আলোচনা সভায় অংশ নিতে আসা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ সময় পর দলীয় কর্মসূচিতে সরব হতে পেরে তাঁদের ভালো লাগছে। এ ছাড়া তারা আবার সরকার পতনের আন্দোলনে উজ্জীবিত হবেন। 

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি ও সিনিয়র আইনজীবী জাহাঙ্গীর আলম মোল্লা। 

এতে প্রধান অতিথি ছিলেন—আমিরুজ্জামান জামান। সভায় প্রধান বক্তা ছিলেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি জালাল উদ্দিন। 

এতে বিশেষ অতিথি ছিলেন—জেলা বিএনপির সহসভাপতি রুহুল হোসাইন। সভাটি সঞ্চালনায় ছিলেন-জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আইনজীবী ফয়জুল করিম মুবিন।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার