হোম > সারা দেশ > ঢাকা

নারী সহকর্মীর সঙ্গে রাতযাপন: হাইটেক পার্কের ডিডি আতিক বরখাস্ত

আজকের পত্রিকা ডেস্ক­

বিধি লঙ্ঘন ও অসদাচরণের অভিযোগে সিলেট হাইটেক পার্কের উপপরিচালক (পরিকল্পনা) মোহাম্মদ আতিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করে।

হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আতিকুল ইসলাম ১৪টি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালকের দায়িত্বে থাকা অবস্থায় নিজেকে আহ্বায়ক করে দরপত্র মূল্যায়ন কমিটি গঠনের প্রস্তাব পাঠিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এর মাধ্যমে তিনি বিধি লঙ্ঘন করেছেন।

এ ছাড়াও সরকারি কাজের অংশ হিসেবে ২০২৩ সালের ২২ জুন যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ডরমিটরিতে তিনি প্রকল্পের একজন নারী সহকর্মীর সঙ্গে একই কক্ষে রাত যাপন করেন। এর মাধ্যমে সরকারি কর্মচারী হিসেবে তিনি শিষ্টাচারবহির্ভূত আচরণ তথা অসদাচরণ করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

অফিস আদেশে বলা হয়, কার্যকলাপগুলো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০১১-এর ২(১) অসদাচরণের পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ। সে কারণে মোহাম্মদ আতিকুল ইসলামকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০১১-এর ৪৩ ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন