হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় সওজের সাবেক প্রধান প্রকৌশলী মনির কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিন মামলায় সড়ক ও জনপথের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস-সামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের আদালত পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আদালতে পৃথক তিন মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এ কে এম মনির হোসেন পাঠান। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশে গত ২৮ মার্চ মনির হোসেন পাঠান বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওইদিন আদালত ২২ এপ্রিল পর্যন্ত তার জামিন দেন। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি মনির হোসেন পাঠানের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। মামলার অভিযোগে তার বিরুদ্ধে মোট ৫ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন