হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় সওজের সাবেক প্রধান প্রকৌশলী মনির কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিন মামলায় সড়ক ও জনপথের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস-সামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের আদালত পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আদালতে পৃথক তিন মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এ কে এম মনির হোসেন পাঠান। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশে গত ২৮ মার্চ মনির হোসেন পাঠান বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওইদিন আদালত ২২ এপ্রিল পর্যন্ত তার জামিন দেন। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি মনির হোসেন পাঠানের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। মামলার অভিযোগে তার বিরুদ্ধে মোট ৫ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির