হোম > সারা দেশ > ঢাকা

দুদকের মামলায় সওজের সাবেক প্রধান প্রকৌশলী মনির কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিন মামলায় সড়ক ও জনপথের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস-সামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের আদালত পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আদালতে পৃথক তিন মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এ কে এম মনির হোসেন পাঠান। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

জানা গেছে, উচ্চ আদালতের নির্দেশে গত ২৮ মার্চ মনির হোসেন পাঠান বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ওইদিন আদালত ২২ এপ্রিল পর্যন্ত তার জামিন দেন। আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি মনির হোসেন পাঠানের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। মামলার অভিযোগে তার বিরুদ্ধে মোট ৫ কোটি ৫৮ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব