হোম > সারা দেশ > রাজবাড়ী

খেতে কাজ করার সময় সাপের ছোবলে কৃষকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে সাপের ছোবলে বিল্লাল ব্যাপারী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত কৃষক সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলে তিনি খেতে কাজ করতে যান। খেতে কয়েকটি গর্ত দেখে একটি পা দিয়ে বন্ধ করতে যান। তখন গর্তের ভেতরে থাকা সাপ তাকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি তিনি আমল নেননি। কিছুক্ষণ পর প্রতিক্রিয়া শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁকে একটি ইনজেকশন দেওয়ার পরই মারা যান।

শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ ভূইয়া সাপের ছোবলে কৃষকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিলে হয়তো তাকে বাঁচানো যেত।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল