হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর হাজারীবাগে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে সিএনজিচালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক সিএনজি অটোচালক নিহত হয়েছেন। তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বারইখালী ডেন্টাল রোডে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘ডেন্টাল রোডে একটি গ্যারেজে কাজ করি। রাতে সেখানেই কাজ করছিলাম। এ সময় চিৎকার শুনে রাস্তায় বের হয়ে দেখি, এক সিএনজি অটোচালক ছিনতাইকারীর কবলে পড়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘চারজন ছিনতাইকারী তাঁর সঙ্গে ধস্তাধস্তি করছিল। একপর্যায়ে একজন সিএনজি অটোচালকের বুকে ছুরিকাঘাত করে। আমরা দৌড়ে গেলে চারজনই পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’ 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে জানান, হাজারীবাগ থেকে ওই যুবককে পথচারীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ওই যুবক সিএনজি অটোরিকশার চালক ছিলেন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাঁর মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি