হোম > সারা দেশ > মাদারীপুর

৩ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না ঢাবি কর্মচারীর

মাদারীপুর প্রতিনিধি

তিন দিনের ছুটি পেয়ে গ্রামের বাড়ি মাদারীপুরে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সেলিম শিকদার (৪৮)। ছুটি শেষে ঢাকায় নিজ কর্মস্থলে ফেরার পথে বাঁশবোঝাই নছিমনের চাপায় মারা গেছেন তিনি।

আজ রোববার ভোরে ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচরের চান্দেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সেলিম শিকদার মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার মৃত নূর মোহাম্মদ শিকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। 

নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার তিন দিনের ছুটি পেয়ে তাঁর ব্যক্তিগত স্কুটার নিয়ে বাড়িতে আসেন সেলিম শিকদার। পরে ছুটি কাটানো শেষে শনিবার দুপুরে নিজ কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। ঢাকায় ফেরার পথে শিবচরের চান্দেরচর এলাকায় পৌঁছালে একটি বাঁশবোঝাই নছিমন তাঁর স্কুটারটিকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে আহত হন তিনি। পরে সেখান থেকে তাঁকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে তাঁর অবস্থায় অবনতি হলে সেখান থেকে ঢাকা গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের প্রতিবেশী হাসান মাতুব্বর বলেন, ‘তিনি অনেক ভালো মানুষ ছিলেন। শবে বরাতে তিনি বাসায় এসেছিলেন। তবে তিনি যে এভাবে মারা যাবেন তা আমরা কেউ ভাবতে পারিনি।’ 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমির হোসেন বলেন, ‘আমি ঘটনার ব্যাপারে শুনিনি, তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু