হোম > সারা দেশ > ঢাকা

জুট করপোরেশনের জমি বিক্রিতে হাইকোর্টের স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে জুট ট্রেডিং করপোরেশনের (জেটিসি) অধীন পাট ক্রয় কেন্দ্রে জমি বিক্রির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই জমি নামমাত্র মূল্যে বিক্রির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।

পাট মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।

এর আগে নামমাত্র মূল্যে পাট ক্রয় কেন্দ্রের জমি বিক্রির বিষয়ে কয়েকটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই প্রতিবেদন যুক্ত করে গতকাল রোববার হাইকোর্টে রিট করেন আইনজীবী আব্দুস সামাদ। রিটে নামমাত্র মূল্যে ওই জমি বিক্রির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জে জুট ট্রেডিং করপোরেশনের (জেটিসি) অধীন পাট ক্রয় কেন্দ্রের ৫৪ শতক জমি নামমাত্র মূল্যে বিক্রির প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই জমির বাজার মূল্য ৩ কোটি টাকা হলেও তা ৩১ লাখ ৭৬ হাজার টাকায় হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’