হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় জবি ছাত্রদলের তিন নেতাসহ চারজন দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত মে মাসে রাজধানীর কোতোয়ালী থানায় করা নাশকতার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের তিন নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের এক নেতাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডে নেওয়া ছাত্রদল নেতারা হলেন, জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, হাসিবুল হাসান ও সহ-সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সরকার সাইদী। অন্য আসামি হলেন, ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চানু। 

আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলী আশ্রাব আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। 

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার এজাহার থেকে জানা যায়, চলতি বছরের ২৩ মে সকাল ভোর ৫টা ১০ মিনিটের দিকে পুরান ঢাকার জিন্দাবাহার পার্ক এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠন মিলে ১৬০/১৭০ নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে স্লোগান দেন। এ সময় তারা জনমনে ভীতি প্রদশর্ন ও সরকার উৎখাতে নানা বক্তব্য দেন। এতে এলাকাবাসী বাধা দিলে তাঁদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা করেন নেতা-কর্মীরা। এ ঘটনায় ওইদিন কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট