হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় জবি ছাত্রদলের তিন নেতাসহ চারজন দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত মে মাসে রাজধানীর কোতোয়ালী থানায় করা নাশকতার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের তিন নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের এক নেতাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ডে নেওয়া ছাত্রদল নেতারা হলেন, জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল, হাসিবুল হাসান ও সহ-সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সরকার সাইদী। অন্য আসামি হলেন, ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চানু। 

আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলী আশ্রাব আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। 

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার এজাহার থেকে জানা যায়, চলতি বছরের ২৩ মে সকাল ভোর ৫টা ১০ মিনিটের দিকে পুরান ঢাকার জিন্দাবাহার পার্ক এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠন মিলে ১৬০/১৭০ নেতা-কর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে স্লোগান দেন। এ সময় তারা জনমনে ভীতি প্রদশর্ন ও সরকার উৎখাতে নানা বক্তব্য দেন। এতে এলাকাবাসী বাধা দিলে তাঁদের ওপর লাঠিসোটা দিয়ে হামলা করেন নেতা-কর্মীরা। এ ঘটনায় ওইদিন কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন