হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রাজনীতি করতে গেলে পদ-পদবি দরকার হয় না: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘আমাকে দলের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কর্মী থেকে তো বহিষ্কার করেনি। বহিষ্কার করলেও দলের কর্মী সমর্থক হিসেবে কাজ করে যাব। রাজনীতি করতে গেলে একটি দলে থাকতে হয়। কিন্তু পদ-পদবি দরকার হয় না। আমার প্রতি নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে কেউ টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকব। অন্য কোনো প্ল্যাটফর্মে যাব না।’

আজ বুধবার দুপুরে শহরের মাসদাইর মজলুম মিলনায়তন প্রাঙ্গণে বিএনপি থেকে বহিষ্কারের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার। 

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখেছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না। তবে যদি কেউ নিজে থেকে নির্বাচন করতে চায় তাহলে দলের কোনো  আপত্তি থাকবে না।’’ যার ফলে আমি নির্বাচন করেছি। খেটে খাওয়া মানুষের কথা ভেবে আমি নির্বাচন করেছি।  আমি যখন মনোনয়ন কিনি, জমা দিই, বাছাই হয়, প্রতীক পাই তখন তো আমাকে দল থেকে কেউ কিছু বলেনি। বরং অনেকেই মেসেজ দিয়ে আমাকে উৎসাহিত করেছে। দলের এই সিদ্ধান্তে কারও প্রতি কোনো  ক্ষোভ নেই। জীবনের শেষ দিন পর্যন্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুগত থাকব।’ 

তৈমুর আলম বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এবং ইভিএমের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাব। অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা একটা ভোট ডাকাতির বাক্স।’

ঢাকা-১৯ আসন: বিভক্ত জামায়াত, সুযোগ বিএনপির

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

মুছাব্বির হত্যা: পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়ে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় অস্বীকার, কারাগারে বিল্লাল

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে