হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ছাত্রলীগ নেতাসহ ২ জনকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের হরিরামপুরে সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তীর্থ চৌধুরীসহ (২১) দুজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।

আটক তীর্থ চৌধুরী উপজেলার বলড়া ইউনিয়নের কুইস্তরা গ্রামের তুহিন চৌধুরীর ছেলে। আটক অপরজন অনিক আহমেদের (২০) বাড়ি যাত্রাপুর গ্রামে। তবে অনিকের রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ছাত্রদল নেতারা তাঁকে ছাত্রলীগের কর্মী দাবি করলেও অনিককে ছাত্রদলের প্রোগ্রামে উপস্থিত থাকতে দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে।

সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজের সাবেক ছাত্রদল সভাপতি সজল আহমেদ জয় জানান, নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের দুই নেতা কলেজে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের গণধোলাই দেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহীনুর রশিদ বলেন, ‘আমি ক্লাস নিচ্ছিলাম। এ সময় হট্টগোলের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে অনেক শিক্ষার্থীসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উপস্থিতি দেখতে পাই। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুমিন খান বলেন, ‘কলেজের অধ্যক্ষ আমাদের কাছে হট্টগোলের বিষয়টি জানানোর পর আমরা পুলিশ পাঠাই। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার