হোম > সারা দেশ > ঢাকা

আপিল শুনানিতে এসে ২ প্রার্থীর সমর্থকদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার শুনানিতে কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা নাঈম হাসানের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে তাঁর মনোনয়নপত্র ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরে গরমিল থাকার অভিযোগে বাতিল করেছিলেন রিটার্নিং অফিসার। 

আপিলে নাঈমের আবেদন নামঞ্জুর হলে তাঁরা নির্বাচন ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পান আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সবুরের সমর্থকেরা দাঁড়িয়ে আছেন। এ সময় দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে নাঈমের দুই কর্মীকে আটক করে নিয়ে যায়। 

এ নিয়ে নাঈম হাসান সাংবাদিকদের বলেন, ‘তারা আমার কর্মীদের গালিগালাজ করছিল। এ ছাড়া আপিল আমার, তারা কেন এখানে? থাকলে থাকতে পারেন রিটার্নিং অফিসারের প্রতিনিধি।’ 

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ দুজনকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান