হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে দেশি-বিদেশি অস্ত্রসহ আটক ৬

মাদারীপুর প্রতিনিধি

অস্ত্রসহ আটককৃত ছয়জন। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশি ও বিদেশি অস্ত্রসহ তিন নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), মৃত আবদুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বরের ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) এবং শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘুনসি গ্রামের কয়েকটি বাড়িতে অস্ত্র মজুত থাকার খবরে যৌথভাবে অভিযান চালায় সেনাবাহিনী ও সদর মডেল থানা-পুলিশ।

অভিযানে একটি পিস্তল, একটি এয়ারগান, একটি কাটা রাইফেল, একটি ম্যাগাজিন, ১২৫টি গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি মোবাইল ফোন ও একটি ট্যাব জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন