হোম > সারা দেশ > ঢাকা

রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হলো মহাষ্টমীর কুমারীপূজা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মহাঅষ্টমী উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীর আসনে বসানো হয় লাবণ্য চ্যাটার্জিকে। ছবি: আজকের পত্রিকা

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এই পূজায় কুমারী রূপে দেবীর আসনে বসানো হয় লাবণ্য চ্যাটার্জিকে।

লাবণ্য চ্যাটার্জি ২০১৯ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন। নীলফামারী ব্রাহ্মণপাড়া সদরের সন্ন্যাসীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এই লাবণ্যের বয়স সাড়ে ছয় বছর। তার বাবা লিটন চ্যাটার্জি এবং মা বৃষ্টি চ্যাটার্জি।

‘কুমারী মায়িকি জয়, দুর্গা মায়িকি জয়’ ধ্বনিতে কুমারী দেবীকে মণ্ডপে আনা হয়। প্রতিমার সামনে স্থাপিত বেদিতে পুরোহিত ও ভক্তরা পঞ্চ উপকরণে পূজা অর্চনা করেন।

মহাঅষ্টমী উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় দেবীর আসনে বসানো হয় লাবণ্য চ্যাটার্জিকে। ছবি: আজকের পত্রিকা

পূজা শেষে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেন, কুমারী পূজা আসলে মাতৃভাবের মাধ্যমে ঈশ্বরের আরাধনা। জীবন্ত কুমারী কন্যাকে প্রতিমারূপে পূজা করার মধ্য দিয়ে জগজ্জননীকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতিবছর আশ্বিন মাসে কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন চলে পূজা-অর্চনা। দশভুজা দুর্গা অসুর বধ করে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠা করেন। সন্তানদের নিয়ে কয়েকটি দিন পিতৃগৃহে অবস্থান শেষে তিনি ফিরে যান দেবালয়ে।

ধর্মীয় আখ্যান মতে, ত্রেতাযুগে ভগবান রাম স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য দুর্গার অকালবোধন করেছিলেন। দেবীর আশীর্বাদেই রাবণ বধ করে সীতাকে উদ্ধার সম্ভব হয়। তখন থেকেই দুর্গোৎসবের প্রচলন।

পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবীর আগমন গজে বা হাতিতে, যা সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তবে দেবীর গমন দোলায় বা পালকিতে, যা শাস্ত্রমতে শুভ নয়। এটিকে মহামারি বা মড়কের ইঙ্গিত হিসেবে ধরা হয়।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে