হোম > সারা দেশ > ঢাকা

৮ বছর পর ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়ার বিদায়

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়াকে বদলি করা হয়েছে। নতুন ইনচার্জ মো. ফারুক। নিয়ম অনুযায়ী বাচ্চু মিয়াকে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে। 

টানা আট বছর দায়িত্ব পালনের পর বাচ্চু মিয়াকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে ফেরত নেওয়া হয়। দুপুরের দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পে উপস্থিত হন নতুন পরিদর্শক মো. ফারুক। তিনি মিরপুর পুলিশ লাইন থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পে যোগ দেন। 

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে টানা ৮ বছর দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০১৩ সালে হাসপাতাল পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে জাতিসংঘের শান্তি মিশনে চলে যান। ২০১৬ সালে আবার ঢাকা মেডিকেল হাসপাতাল ক্যাম্পের দায়িত্ব নেন। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন। আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন তিনি। 

বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে তাঁর কাজ ছিল মূলত, দুর্ঘটনায় আহত–নিহতদের ডেটা নেওয়া। এ ছাড়া হাসপাতালের ভেতরে কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং শাহবাগ থানা-পুলিশকে জানানো। এ ছড়া সারা দেশের পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করাও তাঁর দায়িত্ব ছিল।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই