হোম > সারা দেশ > ঢাকা

৮ বছর পর ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়ার বিদায়

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়াকে বদলি করা হয়েছে। নতুন ইনচার্জ মো. ফারুক। নিয়ম অনুযায়ী বাচ্চু মিয়াকে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে। 

টানা আট বছর দায়িত্ব পালনের পর বাচ্চু মিয়াকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে ফেরত নেওয়া হয়। দুপুরের দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পে উপস্থিত হন নতুন পরিদর্শক মো. ফারুক। তিনি মিরপুর পুলিশ লাইন থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পে যোগ দেন। 

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে টানা ৮ বছর দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০১৩ সালে হাসপাতাল পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে জাতিসংঘের শান্তি মিশনে চলে যান। ২০১৬ সালে আবার ঢাকা মেডিকেল হাসপাতাল ক্যাম্পের দায়িত্ব নেন। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন। আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন তিনি। 

বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে তাঁর কাজ ছিল মূলত, দুর্ঘটনায় আহত–নিহতদের ডেটা নেওয়া। এ ছাড়া হাসপাতালের ভেতরে কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং শাহবাগ থানা-পুলিশকে জানানো। এ ছড়া সারা দেশের পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করাও তাঁর দায়িত্ব ছিল।

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা