হোম > সারা দেশ > ঢাকা

৮ বছর পর ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়ার বিদায়

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়াকে বদলি করা হয়েছে। নতুন ইনচার্জ মো. ফারুক। নিয়ম অনুযায়ী বাচ্চু মিয়াকে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে। 

টানা আট বছর দায়িত্ব পালনের পর বাচ্চু মিয়াকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে ফেরত নেওয়া হয়। দুপুরের দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পে উপস্থিত হন নতুন পরিদর্শক মো. ফারুক। তিনি মিরপুর পুলিশ লাইন থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পে যোগ দেন। 

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে টানা ৮ বছর দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০১৩ সালে হাসপাতাল পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে জাতিসংঘের শান্তি মিশনে চলে যান। ২০১৬ সালে আবার ঢাকা মেডিকেল হাসপাতাল ক্যাম্পের দায়িত্ব নেন। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন। আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন তিনি। 

বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে তাঁর কাজ ছিল মূলত, দুর্ঘটনায় আহত–নিহতদের ডেটা নেওয়া। এ ছাড়া হাসপাতালের ভেতরে কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং শাহবাগ থানা-পুলিশকে জানানো। এ ছড়া সারা দেশের পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করাও তাঁর দায়িত্ব ছিল।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল