হোম > সারা দেশ > ঢাকা

৮ বছর পর ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়ার বিদায়

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়াকে বদলি করা হয়েছে। নতুন ইনচার্জ মো. ফারুক। নিয়ম অনুযায়ী বাচ্চু মিয়াকে রাজারবাগ পুলিশ লাইনসে ফিরিয়ে নেওয়া হয়েছে। 

টানা আট বছর দায়িত্ব পালনের পর বাচ্চু মিয়াকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনসে ফেরত নেওয়া হয়। দুপুরের দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পে উপস্থিত হন নতুন পরিদর্শক মো. ফারুক। তিনি মিরপুর পুলিশ লাইন থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পে যোগ দেন। 

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে টানা ৮ বছর দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০১৩ সালে হাসপাতাল পুলিশ ক্যাম্পে কয়েক মাস দায়িত্ব পালন করে জাতিসংঘের শান্তি মিশনে চলে যান। ২০১৬ সালে আবার ঢাকা মেডিকেল হাসপাতাল ক্যাম্পের দায়িত্ব নেন। ২০১৮ সালে পদোন্নতি পেয়ে পরিদর্শক হন। আগামী অক্টোবরের মাঝামাঝিতে অবসরে যাচ্ছেন তিনি। 

বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে তাঁর কাজ ছিল মূলত, দুর্ঘটনায় আহত–নিহতদের ডেটা নেওয়া। এ ছাড়া হাসপাতালের ভেতরে কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া এবং শাহবাগ থানা-পুলিশকে জানানো। এ ছড়া সারা দেশের পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করাও তাঁর দায়িত্ব ছিল।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির