হোম > সারা দেশ > ঢাকা

মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে উদ্ধার করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্ধারের পর দুলালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে সীমান্ত পিলার-৫৬ থেকে প্রায় ৮০০ গজ উত্তরে একটি এলাকা থেকে মুক্তিপণ ছাড়াই তাঁকে উদ্ধার করে বিজিবি। পরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়ার বাগানপাড়া গ্রামের বাসিন্দা দুলালকে গরু কেনাবেচার লোভ দেখিয়ে মিয়ানমারের ৫-৬ জন নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫-এর মাঝামাঝি এলাকা দিয়ে মিয়ানমারের ভেতরে নিয়ে যায় এবং আটকে রাখে।

পরে গত ১০ জুন বিজিবি স্থানীয় সূত্রের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, অপহৃত দুলাল পোয়ামহুরী বিজিবির বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) দায়িত্বপূর্ণ এলাকার উল্টো দিকে মিয়ানমারের ভেতরে ম্যানশনপাড়া নামক স্থানে আটক আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুধবার দুপুরে বিজিবির পোয়ামহুরী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তরে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা থেকে অপহৃত দুলালকে উদ্ধার করে। কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই তাঁকে বাংলাদেশে ফেরত আনা হয়। এরপর বিজিবির পোয়ামহুরী বিওপির কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধার দুলালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে