হোম > সারা দেশ > ঢাকা

মিয়ানমার সীমান্তে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে উদ্ধার করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্ধারের পর দুলালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামহুরী সীমান্ত থেকে অপহৃত বাংলাদেশি নাগরিক দুলালকে (৪০) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুরে সীমান্ত পিলার-৫৬ থেকে প্রায় ৮০০ গজ উত্তরে একটি এলাকা থেকে মুক্তিপণ ছাড়াই তাঁকে উদ্ধার করে বিজিবি। পরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩ জুন বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়ার বাগানপাড়া গ্রামের বাসিন্দা দুলালকে গরু কেনাবেচার লোভ দেখিয়ে মিয়ানমারের ৫-৬ জন নাগরিক এসে সীমান্ত পিলার ৫৪-৫৫-এর মাঝামাঝি এলাকা দিয়ে মিয়ানমারের ভেতরে নিয়ে যায় এবং আটকে রাখে।

পরে গত ১০ জুন বিজিবি স্থানীয় সূত্রের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, অপহৃত দুলাল পোয়ামহুরী বিজিবির বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) দায়িত্বপূর্ণ এলাকার উল্টো দিকে মিয়ানমারের ভেতরে ম্যানশনপাড়া নামক স্থানে আটক আছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বুধবার দুপুরে বিজিবির পোয়ামহুরী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫৬ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তরে সীমান্ত সড়কের ৭৮.৫ কিলোমিটার নামক এলাকা থেকে অপহৃত দুলালকে উদ্ধার করে। কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই তাঁকে বাংলাদেশে ফেরত আনা হয়। এরপর বিজিবির পোয়ামহুরী বিওপির কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিনের মাধ্যমে উদ্ধার দুলালকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেন।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস