হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভূঞাপুরে কবরস্থান থেকে মধ্যবয়সীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে কবরস্থানের একটি গাছে ইসমাইল হোসেন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের বরকতপুর কবরস্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। ইসমাইল হোসেন ওই গ্রামের মোহাম্মদ আলী মুন্সির ছেলে। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। গতকাল সোমবার রাতে উপজেলার গোবিন্দাসীর একটি মাদ্রাসায় ওয়াজ শুনতে যান। রাতে বাড়ি ফিরে নিজ ঘরে ঘুমান। আজ ভোরে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে স্থানীয় লোকজন জমিতে কাজ করতে গিয়ে কবরস্থানের আমগাছে ইসমাইলের মরদেহ ঝুলতে দেখেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে