হোম > সারা দেশ > গাজীপুর

বিছানায় কাঁদছে তিন মাসের শিশুকন্যা, পাশেই ঘরের আড়ায় ঝুলছিল মা

ঘরের আড়ার সঙ্গে ঝুলছিলেন মা। পাশেই বিছানায় কাঁদছিল তিন মাসের কন্যাশিশুটি। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এসে এ দৃশ্য দেখেন। গৃহবধূর স্বামীকে জানালে তিনি এসে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে দেখেন মারা গেছেন। আজ রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। শ্রীপুর থানার উপপরিদর্শক নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত উম্মে কুলসুম (২৬) বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামের ফজলুল হকের স্ত্রী। বরকুল গ্রামের নিজামুল হকের বাড়িতে ভাড়া থাকতেন তাঁরা।

নিহতের স্বামী ফজলুল হক জানান, সকাল থেকে বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। খবর পেয়ে ঘরে এসে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্ত্রীকে নামিয়ে হাসপাতালে নিতে চাইলে দেখতে পান তিনি মারা গেছেন। 

তিনি আরও জানান, কুলসুমের প্রথম সংসারে আবুবক্কর নামের ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে। আর তাদের দাম্পত্য জীবনে তিন মাস বয়সী এক কন্যা মুসফিকা রয়েছে। 

বাড়ির মালিকের স্ত্রী জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই ঘরে শিশুর চিৎকার শুনতে পান পাশের ঘরের বাসিন্দা। ঘরে গিয়ে দেখতে পান কুলসুম ফাঁসিতে ঝুলে আছেন। খবর দিলে তাঁর স্বামী এসে ঝুলন্ত অবস্থা থেকে নামান। হাসপাতালে নিতে চাইলে দেখতে পান কুলসুম মারা গেছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক নাহিদ হাসান বলেন, খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা