হোম > সারা দেশ > নরসিংদী

অটোরিকশাচালক হত্যায় জড়িত ২ জনসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে জড়িত ২ জনসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন। গতকাল রোববার রাতে ডাকাতির প্রস্তুতির সময় নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নেত্রকোনা এলাকার মাসুদ মিয়া, ঝালকাঠির মো. মিজান, মো. শাহাবুদ্দিন, শরীয়তপুর জেলার ইকবাল হোসেন এবং বরিশালের মো. ইমরান। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্রের পাশাপাশি একটি প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন বলেন, ‘গতকাল রোববার রাতে প্রাইভেটকার, মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র নিয়ে মাধবদী-নরসিংদী আঞ্চলিক সড়কে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় একদল ডাকাত। এমন গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় দেশীয় অস্ত্র ও গাড়িসহ ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ৫ জনের মধ্যে দুজন মাসুদ মিয়া ও ইকবাল জানান, গত ৬ সেপ্টেম্বর নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মোখলেছুর রহমানকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তাঁরা জড়িত। তাঁরা সবাই পেশাদার ডাকাত এবং ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে ঢাকা, নেত্রকোনা, শেরপুর, আশুলিয়াসহ দেশের বিভিন্ন থাকায় ডাকাতি, হত্যা, ছিনতাই, নারী নির্যাতন ও মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট