ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তন করে সাইবার সিকিউরিটি আইন প্রণয়নকে নিবর্তনমূলক উল্লেখ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এই আইন বাস্তবায়ন পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দলটি।
মানববন্ধনে দলটির জেলা আহ্বায়ক নিখিল দাস বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিলের দাবিতে দেশের জনগণ দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থাও এই আইনটি বাতিলের দাবি জানিয়েছে। নানামুখী চাপে পড়ে সরকার এই দমনমূলক আইনটি বাতিল না করে পরিবর্তনে কৌশল নিয়েছে। তারা একই ধরনের নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে। যা ইতিমধ্যে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই আইনের ধারা কেবল আই ওয়াশ মাত্র এবং জনগণের সঙ্গে চরম প্রতারণা।’
দলের নেতারা বলেন, বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসার জন্য ফন্দিফিকির করছে। ক্ষমতায় থেকেই জাতীয় নির্বাচন করার চেষ্টা করছে। যারাই সরকারের পদত্যাগের দাবিতে লড়াই করছে, তাদের দমন করার জন্য সাইবার সিকিউরিটি আইন বাস্তবায়নের চেষ্টা করছে। এই আইন অতীতের মতোই বিরোধী মতকে দমন করার কাজে ব্যবহৃত হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাসদ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানা শাখার সদস্যসচিব এস এম কাদির প্রমুখ।