হোম > সারা দেশ > টাঙ্গাইল

৫ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

আজ বুধবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পরিবহন চলাচলে ধীরগতির কারণে যানজটের সৃষ্টি হয়। পরে কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টার পর থেকে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে অধিকাংশ টোল বুথ বন্ধ থাকায় সেতুতে যান চলাচল বিঘ্নিত হয়। এতে গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে টোলপ্লাজার সবগুলো বুথ খুলে দেওয়ার পর মহাসড়কে পরিবহনের চাপ কমতে থাকে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘সেতুতে সবগুলো টোল বুথ চালু হওয়ায় এবং কুয়াশা কেটে যাওয়ায় মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল সাড়ে ১০টার পর থেকে তেমন গাড়ি নেই।’ 

ওসি আরও বলেন, ‘ঘন কুয়াশার কারণে সেতুতে পাঁচটি টোল বুথ বন্ধ রাখা হয়। রাত থেকেই বুথগুলো বন্ধ ছিল। এতে পরিবহনের চাপ বেড়ে যায় মহাসড়কে। ফলে কোথাও কোথাও পরিবহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছিল।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু