হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে মাসুদ রানা (২৪) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোররাত ৪টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ভাড়া বাড়িতে মাসুদ রানার ঝুলন্ত মরদেহ আবিষ্কার করেন তাঁর স্ত্রী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

নিহত মাসুদ রানা (২৪) নেত্রকোনা জেলার সদর থানার দিপপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। টঙ্গীর পাগাড় এলাকায় নাসির উদ্দিনের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ জানায়, মাসুদ পেশায় একজন নির্মাণশ্রমিক ছিলেন। গত মঙ্গলবার রাতে স্ত্রী নার্গিস আক্তারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। রাতে স্ত্রী নার্গিসসহ ঘুমিয়ে পড়েন তিনি। আজ বুধবার ভোরে পাশের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে স্বামীর গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত দেহ দেখতে পান নার্গিস। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

টঙ্গী পূর্ব থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান