হোম > সারা দেশ > ঢাকা

পা দিয়ে লিখে এইচএসসি পাস, হতে চান বিসিএস কর্মকর্তা

সাভার (ঢাকা) প্রতিনিধি

মা অন্যের বাড়িতে কাজ করে জোগান পড়াশোনার খরচ। জন্মের পর থেকেই দুটি হাত নেই সোনিয়ার। তারপরও অদম্য সোনিয়াকে রুখতে পারেনি কোনো বাধা। পা দিয়ে লিখেই সাভার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪ দশমিক ৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। পড়ালেখা শেষে বিসিএস কর্মকর্তা বা কোনো সরকারি চাকরি করেই দেশের সেবা করতে চান সোনিয়া। 

আজ বুধবার সন্ধ্যায় সোনিয়ার পাসের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান।

নোয়াখালী জেলার মাইজদী থানার পূর্ব নূরপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে সোনিয়া। মা আকলিমা বেগমের গ্রামের বাড়ি বরিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামে। 

সোনিয়া ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২৩ বছর আগে সাভারে আসেন শাহাদাত হোসেন ও আকলিমা বেগম। সাভারে ২০০২ সালে তাদের ঘরে শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেয় সোনিয়া। বর্তমানে সাভারের ব্যাংক কলোনি এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে বাবা মায়ের সঙ্গে ভাড়া থেকে লেখাপড়া করছেন সোনিয়া। বাবা শাহাদাত হোসেন বর্তমানে বেকার। মা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। ২৩ বছর যাবৎ ব্যাংক কলোনীর হোসেন মাতবরের বাড়িতে ভাড়া থাকেন তারা।  

সোনিয়া বলেন, ‘পড়ালেখা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে বিসিএস কর্মকর্তা হব। না হলে সরকারি কোনো চাকরি করতে চাই।’

সোনিয়ার মা আকলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সোনিয়ার জন্ম থেকেই হাত নেই। একটি পা সেটিও তার ছোট। এমনিতেই দু-বেলা খাবার জোগাতে কষ্ট হয়। তার হাত না থাকলেও আমরা এই কষ্ট বুঝতে দিইনি। লেখাপড়ায় আগ্রহী করে তুলি। সোনিয়া নিজেও লেখাপড়া মন দিয়ে করে। অনেক কষ্ট করে পা দিয়ে লেখে সে। আর আমিও মানুষের বাসাবাড়িতে কাজ করে সোনিয়ার সব খরচ জোগানোর চেষ্টা করি। যদিও সোনিয়ার চাহিদা পূরণ করতে পারি না। মেয়েকে নিয়ে আমার পরিবার গর্বিত। আমরা তাকে কখনই বোঝা মনে করি না।’

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সোনিয়া আমাদের গর্ব। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন সোনালি সন্তানেরা সর্বোচ্চ অগ্রাধিকার এবং মর্যাদা পাবে বলেই আমি বিশ্বাস করি।’

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না