হোম > সারা দেশ > ঢাকা

বুয়েট ছাত্র আবরার হত্যা: ঘাতকদের জবানবন্দিতে নৃশংসতার বর্ণনা

আশরাফ-উল-আলম, ঢাকা 

২০১৯ সালের ৬ অক্টোবর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল থেকে উদ্ধার হয় তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ। অমানবিক, নিষ্ঠুর ও পৈশাচিক কায়দায় নির্যাতন করে হত্যা করা হয় আবরারকে। ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারদের জবানবন্দিতে উঠে এসেছে নৃশংসতার চিত্র।

মামলার আসামি অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদী হাসান রবিন, ইফতি মোশারফ, মেফতাউল ইসলাম জিয়ন, মনিরুজ্জামান মনির, এ এস এম নাজমুস সাদাত ও খন্দকার তাবাখ্খারুল ইসলাম তানভীরের জবানবন্দি থেকে জানা যায়, ছাত্র শিবির সন্দেহে আবরারকে শায়েস্তা করার জন্য বুয়েট ছাত্রলীগের সদস্যরা সভা করে সিদ্ধান্ত নেয়। এরপর ৬ অক্টোবর রাতে হলের ২০১১ নম্বর কক্ষে নির্মম নির্যাতন করা হয়। ওই কক্ষে আবরারকে আটকে রেখে জিজ্ঞাসাবাদের নামে দফায় দফায় ক্রিকেট স্টাম্প ও স্কিপিং রোপ দিয়ে আঘাত করেন আসামিরা।

শিবির সন্দেহে সভা, তারপর জিজ্ঞাসাবাদ:

শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন আবরার। আসামিদের দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তির তথ্য অনুযায়ী, আবরার হত্যার মূল হোতা বা সূচনাকারী হিসেবে তাঁর রুমমেট মিজানুর রহমানকে চিহ্নিত করে পুলিশ। বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে রবিনকে মিজানুরই বলেছিলেন, আবরারকে তাঁর শিবির বলে সন্দেহ হয়।

পরে রবিন বুয়েটের শেরে বাংলা হল ছাত্রলীগের ১৫ ও ১৬তম ব্যাচের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এ কথা জানান। পরদিন ৫ অক্টোবর হলের গেস্টরুমে কয়েকজন মিলে সভা করেন। এরপর ৬ অক্টোবর রাতে আবরারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা।

একজনই ক্রিকেট স্টাম্প দিয়ে শতবার আঘাত করেন:

অনিক সরকার। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র। শেরেবাংলা হল শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন তিনি।

১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনিক বলেন, ‘সেদিন হলের ২০১১ নম্বর কক্ষে ইফতি মোশাররফ আবরারকে একটা ভাঙা ক্রিকেট স্টাম্প দিয়ে পেটাচ্ছিল। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আমিও আবরারের হাতে ও পায়ে ৪০ থেকে ৫০ বার করে ক্রিকেট স্টাম্প দিয়ে শতাধিকবার আঘাত করি। রাত ১টা ২০ মিনিটে রবিন আমাকে জানায়, আবরার বমি করছে।’

স্কিপিং রোপ দিয়েও মারা হয়:

ইফতি মোশাররফ নিহত আবরারের কক্ষেরই আবাসিক ছাত্র। তিনি বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের ছাত্র ছিলেন। ইফতি আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন, আবরার শিবির করে কিনা তা নিয়ে সবাই প্রশ্ন করতে থাকেন। তার কাছ থেকে কথা বের করার জন্য ইফতি ক্রিকেট স্টাম্প দিয়ে ৪ থেকে ৫টি বাড়ি মারেন। স্টাম্পটি ভেঙে যায়। পরে ভাঙা স্টাম্প দিয়ে অনিক সরকার ও অন্যরা দফায় দফায় পেটাতে থাকেন। স্কিপিং রোপ দিয়ে মুজাহিদ মারা শুরু করেন। অন্যরাও স্কিপিং রোপ দিয়ে মারতে থাকেন।

সর্বশক্তি দিয়ে পেটানো হয় আবরারকে:

বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়তেন মেহেদী হাসান রবিন। আদালতে দেওয়া জবানবন্দিতে মেহেদী বলেন, আবরারকে কিল, ঘুষি, চড়, থাপ্পড়, ক্রিকেট স্টাম্প ও স্কিপিং রোপ দিয়ে মারা হয়। সর্বশক্তি দিয়ে পিটিয়ে আবরারের হাত, কনুই, পায়ের পাতা, হাঁটু, পিঠ, পাঁজর ও বুকে আঘাত করে সবাই।

বাঁচার জন্য কাকুতি মিনতি করেন আবরার:

মেহেদী হাসান রবিন ও অন্যরা জবানবন্দিতে বলেন, আবরারকে দফায় দফায় নিষ্ঠুর নির্যাতন করার সময় তিনি বাঁচার জন্য চিৎকার করে কাকুতি-মিনতি করেছিলেন। কিন্তু তার দিকে কেউ ভ্রুক্ষেপ করেননি। কাকুতি-মিনতি করার পর নির্যাতনের হার আরও বেড়ে যায়। তাকে মোশাররফ লাথি মারতে থাকেন।

পানি চেয়েও পাননি আবরার:

মুজাহিদুর রহমান বুয়েটের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। মুজাহিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, অনবরত পিটুনির একপর্যায়ে আবরার মাটিতে শুয়ে পড়েন। তখনো অনিক আবরারকে মারতে থাকেন। একপর্যায়ে আবরার প্রস্রাব করে দেন। বমিও করেন। আবরার পানি চাইলে মোর্শেদ তখন পানি দিতে যান। তখন অনিক বলেন, ‘তুই পানি দিতে গেলে তোকেও মারব।’ অনিক আবরারকে এলোপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে আবরার নিস্তেজ হয়ে পড়েন। মুজাহিদ তাঁর জবানবন্দিতে নিজেও ক্রিকেট স্টাম্প ও স্কিপিং রোপ দিয়ে পেটানোর কথা স্বীকার করেন।

রাত ৮টা থেকে ১টা পর্যন্ত চলে নির্যাতন:

মেফতাউল ইসলাম জিয়ন জবানবন্দিতে বলেন, সেদিন রাত ৮টা ৪৫ মিনিটে রবিন তাঁকে ফোন দিয়ে জানান, শিবিরের এক ছেলেকে আটক করা হয়েছে। তিনি যেন হলের নিচে নামেন। পরে তিনি হলের ২০১১ নম্বর কক্ষে যান। ওই কক্ষে গিয়ে প্রায় ১৫ জন ছাত্রকে দেখেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রবিন আবরারের গালে চড় মেরে মারধর শুরু করেন। এরপর একে একে ক্রিকেট স্টাম্প, স্কিপিং রোপ দিয়ে মারতে থাকে। যে যেভাবে পারে কিল, ঘুষি, লাথি, চড়-থাপ্পড় মেরেও মারতে থাকে আবরারকে।

জবানবন্দিতে জিয়ন আরও বলেন, আবরারকে জিজ্ঞাসাবাদের বিষয় ছিল, তিনি শিবির করেন কিনা এবং হলে আর কে কে শিবির করেন। এসব বিষয়ে আবরার চুপ ছিলেন। প্রথমদিকে তিনি চুপ ছিলেন। পরে নির্যাতন সহ্য করতে না পেরে চিৎকার করে কাকুতি-মিনতি করতে থাকেন।

এছাড়া বুয়েট ছাত্র মনিরুজ্জামান মনির, এ এস এম নাজমুস সাদাত এবং খন্দকার তাবাখ্খারুল ইসলাম তানভীরও জবানবন্দিতে একই ধরনের কথা বলেন।

আবরার খুন হওয়ার পর দিন তাঁর বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেওয়ার পর বিচার শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টের রায় বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়।

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি