হোম > সারা দেশ > ঢাকা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো জঙ্গি হামলার আশঙ্কা দেখছে না র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো জঙ্গি হামলার আশঙ্কা আছে নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন। আজ সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘এখনো পর্যন্ত কোনো গোয়েন্দা সংস্থা এমনকি আমাদের গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় শহীদ মিনার বা শহীদ দিবস উপলক্ষে এখন পর্যন্ত কোনো রকম জঙ্গির হুমকির আশঙ্কা আছে বলে আমরা মনে করি না। তারপরও আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আদালত থেকে যে জঙ্গি পালিয়েছে এটা শুরু পুলিশের ব্যর্থতা না। আমরা যারা আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছি আমাদের সবার ব্যর্থতা। কিন্তু আমাদের কাজ অব্যাহত আছে। যদি তারা দেশের মধ্যে থেকে থাকে তাহলে আজ অথবা কাল ইনশাল্লাহ ধরা পড়বেই।’ 

এম খুরশীদ হোসেন বলেন, ‘আমাদের যতটুকু তথ্য, তারা দেশেই আছে। আপনারা জানেন নিশ্চয়ই যে র‍্যাব টেকনোলজি বেস্ট কাজ করে আসামি ধরে। তারা চতুর হয়ে গেছে। তারা টেকনলোজি কাছেই রাখে না। আমাদের মেনুয়ালি কাজ করতে হচ্ছে।’ 

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে