হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার মারুফ হোসেন সিফাত, মহর হোসেন দেওয়ান ও বোরহানউদ্দিন রাসেল। ছবি: সংগৃহীত

রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৮ এপ্রিল) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উপপুলিশ কমিশনার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মারুফ হোসেন সিফাতকে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম গ্রেপ্তার করে। সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি টিম আজ রাত ৯টার দিকে উত্তরখানের দেওয়ানবাড়ি এলাকা থেকে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেপ্তার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

অন্যদিকে বাংলামোটর থেকে রাত সাড়ে ৮টার দিকে দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। রাসেলের দলীয় পদবি না থাকলেও ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাঈদুর রহমান সাঈদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল-মিটিং করতেন এবং বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত ছিলেন মর্মে জানা যায় বলেও জানান ডিসি তালেবুর রহমান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা