হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

গ্রেপ্তার মারুফ হোসেন সিফাত, মহর হোসেন দেওয়ান ও বোরহানউদ্দিন রাসেল। ছবি: সংগৃহীত

রাজধানীতে আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর দক্ষিণখান, উত্তরখান ও বাংলামোটর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মঙ্গলবার (৮ এপ্রিল) তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মারুফ হোসেন সিফাত (২৬), উত্তরখান থানা যুবলীগের নেতা মহর হোসেন দেওয়ান (৫৩) ও আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেল (৪৩)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উপপুলিশ কমিশনার জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনসহ বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

ডিসি তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের মজিবর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মারুফ হোসেন সিফাতকে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম গ্রেপ্তার করে। সিফাতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, অন্যদিকে ডিবি-উত্তরা বিভাগের আরেকটি টিম আজ রাত ৯টার দিকে উত্তরখানের দেওয়ানবাড়ি এলাকা থেকে উত্তরখান থানা যুবলীগ নেতা মহর হোসেন দেওয়ানকে গ্রেপ্তার করে। মহর হোসেনের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব ও রামপুরা থানায় দুটি মামলা রয়েছে।

অন্যদিকে বাংলামোটর থেকে রাত সাড়ে ৮টার দিকে দুষ্কৃতির সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য বোরহানউদ্দিন রাসেলকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল। রাসেলের দলীয় পদবি না থাকলেও ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাঈদুর রহমান সাঈদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি এবং মিছিল-মিটিং করতেন এবং বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে জড়িত ছিলেন মর্মে জানা যায় বলেও জানান ডিসি তালেবুর রহমান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট