গাজীপুরের কালুটিয়া এলাকায় ঢাকাগামী ট্রেন বিকল হওয়ার এক ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস নামের ট্রেনটির ইঞ্জিন বিকল হয়। এরপর ১১টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি টঙ্গী স্টেশনে আনা হয়।
টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
রাকিবুর রহমান জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি। এরপর গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ডাবল লাইন থাকায় ঢাকা-চট্রগ্রাম রেল রুটে অপর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। পরে প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি ওই স্থান থেকে টঙ্গী স্টেশনে আনা হয়।
তিনি আরও জানান, ট্রেনটি উদ্ধারের পর সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।