হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে মাকে নিয়ে হেলিকপ্টারে প্রবাসী আয়নাল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

সখীপুরে হেলিকপ্টার থেকে নামার পর আয়নাল হকের পরিবারের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

মায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।

এদিন সকাল থেকে হেলিকপ্টার দেখতে বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে উৎসুক জনতা ভিড় করেন।

এ সময় আয়নাল হকের মা কমলা খাতুন বলেন, ‘আমার আয়নাল ছোটবেলায় হেলিকপ্টারের বিকট শব্দ শুনে ভয়ে দৌড়ে আমার আঁচলের নিচে আশ্রয় নিত। আজ সেই আয়নাল ভয়কে জয় করে ওই হেলিকপ্টারে উড়িয়ে আমাকে বাড়িতে নিয়ে আসল। আমার যে কী খুশি লাগতেছে, আর গর্ব হচ্ছে, তা মুখে বলে বোঝাতে পারব না।’

জানা গেছে, আয়নাল হক প্রায় ২২ বছর সৌদি আরবে থাকেন। তিনি চার বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন, তখন মা কমলা খাতুন ছেলেকে বলেন, ‘হেলিকপ্টারে উড়তে কেমন লাগে বাবা?’ ওই দিনই আয়নাল হক তাঁর মাকে হেলিকপ্টারে চড়ানোর সংকল্প করে আবার সৌদি আরব চলে যান। সম্প্রতি আয়নাল হক ওমরাহ হজ্ব পালনের উদ্দেশে তাঁর মা, স্ত্রী ও ছেলে-মেয়েকে সৌদি আরবে নেন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে আয়নাল তাঁর পরিবারসহ ঢাকা বিমানবন্দরে আসেন। পরে মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার করে সখীপুরে আসেন।

আয়নাল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে কী যে ভালো লাগছে, আর নিজেকে হালকা লাগছে তা বলে বোঝাতে পারব না। আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার