হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজের ফিলিস্তিনি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধি

ফরিদপুর: ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মুসা আবু জামি (২২) নামের এক ফিলিস্তিনি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে দেশের বাড়ি ফিলিস্তিনের গাজায় তিনি আত্মহত্যা করেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুসা আবু জামি রমজান শুরুর কয়েকদিন আগে গাজায় চলে যান। শুক্রবার রাতে মেডিকেল কলেজের ফিলিস্তিনের আরেক শিক্ষার্থী সেলফোনে মাধ্যমে জানান মুসা আবু জামি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন সেটি তিনি জানাতে পারেননি।

মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাত ১টায় ফিলিস্তিনের দূতাবাস আমাদের ফোন করে ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবর নিশ্চিত করা হয়।

অধ্যক্ষ বলেন, মুসা আবু জামি গত ১৩ এপ্রিল ফরিদপুর থেকে দেশের বাড়ি ফিলিস্তিনে যান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

অধ্যক্ষ আরো বলেন, রোববার (২৫ এপ্রিল) ফিলিস্তিনের ঢাকা দূতাবাস লিখিতভাবে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর বাংলাদেশ সরকার ও আমাদের মেডিকেল কলেজকে জানাবে বলা হয়েছে।

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বাড্ডায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার