হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে অপহরণ নাটক

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির আবদার পূরণ করতে নিজে অপহরণ নাটক সাজান এক যুবক (২১)। ওই যুবক উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই যুবককে।

ওই যুবকের মা সাংবাদিকদের জানান, পাঁচ দিন আগে তাঁর ছেলে ঢাকায় জুতার কাজ করবেন বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে জানানো হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। ফোনের ওপাশ থেকে মেয়ে কণ্ঠ জানায়, তাঁর ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে ১ লাখ টাকা দিতে হবে।

এ ঘটনার পর ছেলের মা কোনো উপায় না পেয়ে ঘটনার দুই দিন পর কুলিয়ারচর থানার দ্বারস্থ হন। কুলিয়ারচর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহর থেকে তাঁকে উদ্ধার করে।

উদ্ধারের পর ওই যুবক জানান, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তাঁরা দুজনে এই অপহরণের নাটক সাজিয়েছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পরে কাউনসেেলিং করে পরিবারের জিম্মায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু