হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে অপহরণ নাটক

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরির আবদার পূরণ করতে নিজে অপহরণ নাটক সাজান এক যুবক (২১)। ওই যুবক উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বাসিন্দা। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় ওই যুবককে।

ওই যুবকের মা সাংবাদিকদের জানান, পাঁচ দিন আগে তাঁর ছেলে ঢাকায় জুতার কাজ করবেন বলে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে জানানো হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। ফোনের ওপাশ থেকে মেয়ে কণ্ঠ জানায়, তাঁর ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে ১ লাখ টাকা দিতে হবে।

এ ঘটনার পর ছেলের মা কোনো উপায় না পেয়ে ঘটনার দুই দিন পর কুলিয়ারচর থানার দ্বারস্থ হন। কুলিয়ারচর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার বিকেলে কিশোরগঞ্জ শহর থেকে তাঁকে উদ্ধার করে।

উদ্ধারের পর ওই যুবক জানান, প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করতে তাঁরা দুজনে এই অপহরণের নাটক সাজিয়েছেন।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পরে কাউনসেেলিং করে পরিবারের জিম্মায় তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ