হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। একজনের মরদেহ থানা হেফাজতে ও অপরজনের ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) রয়েছে বলে জানান তিনি। 

সকাল সাড়ে ৯টায় উপজেলার সদারদিয়া এলাকায় বিআরটিসি বাসের ধাক্কায় খাদে পড়ে শরীফ (২৮) নামে এক নসিমন চালক নিহত হয়। 

স্থানীয়রা জানান, পণ্য বোঝাই নসিমনটিকে পেছন থেকে ধাক্কা দেয় বিআরটিসি বাস। এতে নসিমন উলটে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যান। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। 

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কে ড্রাম ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। মহাসড়কের ছনপাড়া এলাকায় সংগঠিত এই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক মেহেদী (৪০) নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, মাটি বোঝাই ঢাকামুখী ড্রাম ট্রাকের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকার ও উল্টে যায় ডাম্প ট্রাক। গুরুতর আহত অবস্থায় সবাইকে ঢামেকে পাঠায় আশপাশের লোকজন। পরে ঢামেকে চালক মারা যান। 

ওসি আহসান উল্লাহ বলেন, মৃত্যুর বিষয়টি ঢামেক ফাঁড়ি পুলিশ জানিয়েছে। এ ছাড়া নসিমন চালক নিহতের ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১