হোম > সারা দেশ > ঢাকা

বেডের জন্য হাহাকার শিশু হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে দুপুর থেকে ঢাকা শিশু হাসপাতালের সামনে বসে আছেন সিরাজগঞ্জের আসমা। জন্মের পরপরই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে সিরাজগঞ্জের ডাক্তার জানান শিশুটির হার্টের সমস্যা দেখা দিয়েছে। শিশুটিকে হার্টের চিকিৎসা করাতে হবে।

আসমা বলেন, 'হার্টের সমস্যা শুনে আমরা বাচ্চাকে নিয়ে হার্ট ফাউন্ডেশনে আসি। সেখানে চিকিৎসা করার পর ডাক্তার বলল ওর রক্তের সমস্যা। তাই শিশু হাসপাতালে নিয়ে এলাম।'

শিশুটিকে নিয়ে এভাবে বসে আছেন কেন জানতে চাইলে আসমা তাঁর চোখের পানি ধরে রাখতে পারলেন না। কাঁপা গলায় বললেন, 'সিট ফাঁকা নাই। সকাল থেকে বসে আছি।' আসমার স্বামী গার্মেন্টস এ কাজ করেন। তিনি বলেন, 'অল্প টাকা ইনকাম করি। এই বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করেছি। বেড ভাড়া অনেক পড়ে যায় এখানে। তা-ও দিতে রাজি হয়েছি। তবু বলছে বেড ফাঁকা নাই।' 

আসমার মতো আরও একজন মাকে দেখা গেল তাঁর শিশুকে কোলে নিয়ে বসে আছেন। কয়েক দিন বয়সী ওই শিশুটির মুখে অক্সিজেন মাস্ক লাগানো। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার জানাচ্ছে, আপনি বাচ্চাটাকে অন্য কোথাও নিয়ে যান। এখানে সিট ফাঁকা নাই। তাড়াতাড়ি নিয়ে যান। না হলে আপনার বাচ্চাটাকে বাঁচানো যাবে না। কিন্তু অসহায় বাবা-মা কী করবেন বুঝতে পারছেন না। 

ব্লাড টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে এসেছেন নাসিমা আক্তার। জানালেন, গত ৪-৫ দিন ধরেই জ্বরে ভুগছে তাঁর ৪ মাস বয়সী শিশুটি। ডাক্তার দেখিয়ে টেস্ট করিয়েছেন, এখন এসেছেন রিপোর্ট নিয়ে। নাসিমা বেগমের পাশে বসে থাকা হোসনেয়ারা জানালেন, আজকে ৬ দিন ধরে জ্বরে পুড়ছে আমার বাচ্চাটা। জানি না, কি হলো। দেখি এখন ডাক্তার কী বলে।

কয়েকটা ওয়ার্ড ঘুরে দেখা গেল বেশির ভাগ বাচ্চারাই ভর্তি আছেন ডেঙ্গু আর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেশি। জানালেন হাসপাতালের ওয়ার্ডে নিয়োজিত ডাক্তার নিলুফা ইয়াসমিন নিলু। তিনি বললেন, নিউমোনিয়া, ডেঙ্গু আর ভাইরাল ফিবারের রোগীই বেশি এখানে। আমরা তো আর সরকারি নই, আমাদের বেড লিমিটেশন আছে। বেড না থাকলে জায়গা দেওয়া পসিবল না। বেড সংখ্যা বাড়াবেন কি না, জানতে চাইলে তিনি বললেন, 'এ বিষয়ে কর্তৃপক্ষ বলতে পারবে। আমি এ ব্যাপারে কিছুই জানি না।'

ভর্তি না হতে পারা একজন রোগীর অভিভাবক অভিযোগ করলেন, দুইটা রোগীর লোক বের হয়ে গেল। বলল, বেড ফাঁকা। তাও এরা ভর্তি নিচ্ছে না কেন জানি না। এ বিষয়ে জানতে চাইলে গার্ড জানালেন, বেড ফাঁকা থাকলে অবশ্যই রোগী ভর্তি নেওয়া হয়। বেড রিজার্ভ রাখার সিস্টেম এখানে নেই। 

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’