অবশেষে কালকিনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুরের ঐতিহ্যবাহী দুই শ বছরের পুরোনো কুন্ডুবাড়ীর মেলা। তবে মেলাসংলগ্ন এলাকায় এখনো মেলা বন্ধ হওয়ার ব্যানার ঝুলছে। এতে করে সাধারণ মানুষজনের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
এদিকে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে মেলা বন্ধ হওয়ার খবর। এ নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩১ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী কুন্ডুবাড়ীর মেলা হওয়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার সকালে হঠাৎ করে মেলাসংলগ্ন সড়কের মোড়ে মোড়ে ব্যানার ঝুলতে দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘এ বছর (২০২৪) সাল থেকে কুন্ডুবাড়ীর মেলা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। বাস্তবায়নে সর্বস্তরের জনগণ।’ এরপর সেই ব্যানারের ছবিসহ মেলা বন্ধের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা সমালোচনার ঝড়। এ নিয়ে জেলাজুড়েও চলছে নানা ধরনের আলোচনা।