হোম > সারা দেশ > ঢাকা

কুন্ডুবাড়ীর মেলা হচ্ছে, মোড়ে মোড়ে বন্ধের ব্যানার টানাল কে

মাদারীপুর প্রতিনিধি

অবশেষে কালকিনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাদারীপুরের ঐতিহ্যবাহী দুই শ বছরের পুরোনো কুন্ডুবাড়ীর মেলা। তবে মেলাসংলগ্ন এলাকায় এখনো মেলা বন্ধ হওয়ার ব্যানার ঝুলছে। এতে করে সাধারণ মানুষজনের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এদিকে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে মেলা বন্ধ হওয়ার খবর। এ নিয়ে জেলাজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

খোঁজ নিয়ে জানা গেছে, ৩১ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী কুন্ডুবাড়ীর মেলা হওয়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার সকালে হঠাৎ করে মেলাসংলগ্ন সড়কের মোড়ে মোড়ে ব্যানার ঝুলতে দেখা যায়। তাতে লেখা রয়েছে, ‘এ বছর (২০২৪) সাল থেকে কুন্ডুবাড়ীর মেলা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। বাস্তবায়নে সর্বস্তরের জনগণ।’ এরপর সেই ব্যানারের ছবিসহ মেলা বন্ধের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা সমালোচনার ঝড়। এ নিয়ে জেলাজুড়েও চলছে নানা ধরনের আলোচনা।

জানতে চাইলে কুন্ডুবাড়ীর কালীমন্দির কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি স্বপন কুন্ডু বলেন, ‘কে বা কারা মেলা বন্ধের ব্যানার টানিয়েছেন, তা আমাদের জানা নেই। তবে উপজেলা প্রশাসন বলছে, এবার তারাই মেলা পরিচালনা করবে। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই সবাই সুন্দরভাবে অনুষ্ঠান উদ্‌যাপন করুক। মৌখিকভাবে মেলা পরিচালনার অনুমতি দেওয়া হলেও এখনো কাগজ হাতে পাইনি।’

বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘কুন্ডুবাড়ীর মেলা ও পূজা হচ্ছে দুই শ থেকে আড়াই শ বছর ধরে, এটি বেশ পুরোনো ঐতিহ্য। পূজা হওয়া নিয়ে কোনো সমস্যা বা জটিলতা নেই। তবে মেলা হওয়া নিয়ে আলেম সমাজ বেশ কয়েকটি অভিযোগ করে। এতে ইজারা বাতিল করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে মেলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে মেলা পরিচালনা করা হবে।’

জুলাইয়ের অজ্ঞাতনামা শহীদ: কবর থেকে মরদেহ তুলে শনাক্তের কাজ শুরু

উদ্বোধন হলো কসাইবাড়ি-কাঁচকুড়া বাজার ‘হাফেজ্জী হুজুর সরণি’

সেই এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখাল ডিবি

‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’: শিশির মনিরের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে ডিবি

কেরানীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরের জন্য নির্ধারিত স্থানে আগুন

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে ৯৩ হাজার ইউরো

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেল ডিবি

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

ইটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনের কারাদণ্ড