হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, দুপাশে দীর্ঘ যানজট

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার দেড় হাজার শ্রমিক। এতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়কে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে সড়কের দুপাশে দীর্ঘ যানজট।  

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ী গ্রামের ডার্ড কম্পোজিট লিমিটেড নামের ওই পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।

কারখানার শ্রমিক পারুল আক্তার বলেন, ‘আমার দুই মাসের বেতন বকেয়া। দেই-দিচ্ছি করে ঘোরাচ্ছে। বেতন না পাওয়ায় খেয়ে-না খেয়ে যাচ্ছে আমার পরিবারের সদস্যদের সময়। বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে বাড়ির মালিক। অন্যদিকে দোকান বাকি বন্ধ করেছে মুদি দোকানি।’

একই কারখানার শ্রমিক লাইলী আক্তার বলেন, তিন মাস ধরে বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। কম করে হলেও ১০ বার তারিখ দিয়েছে, কিন্তু বেতন দিচ্ছে না। তিন মাস বেতন না পেলে কী করে চলে সংসার?’ 

কারখানার শ্রমিক রিফাত বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। উপায় না পেয়ে রাস্তায় এসেছি। একটা ফয়সালা করে কাজে ফিরব, না হয় বাড়ি ফিরব।’

স্থানীয় বাসিন্দা লোকমান হোসেন বলেন, বেলা ১১টার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এখনো অবরোধ চলছে। আড়াই ঘণ্টায় সড়কের কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 


ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশাসন) আকাশ মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে পরে আপনাকে বিস্তারিত জানাব। খুবই ব্যস্ত আছি।’


রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ বলেন, ‘সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকেরা শোনার পরপরই কারখানায় ছুটে যাই। এ বিষয়ে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ