হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজি বন্ধের দাবিতে থানা ঘেরাও কড়াইল বস্তিবাসীর

আজকের পত্রিকা ডেস্ক­

চাঁদাবাজি বন্ধের দাবিতে থানা ঘেরাও করেন কড়াইল বস্তির বাসিন্দারা। ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরে চাঁদাবাজি, হুমকি ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাজধানীর কড়াইল বস্তির কয়েকশ বাসিন্দা বনানী থানা ঘেরাও করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেন। ওসি তাঁদের নিরাপত্তা ও চাঁদাবাজি বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে কড়াইল বস্তির বাসিন্দারা বনানী থানার সামনে জড়ো হন। তাঁরা থানার সামনের ফটকের সামনে অবস্থান নেন। নিরাপত্তার জন্য পুলিশের দৃশ্যমান উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। পরে কয়েকজন বাসিন্দাকে ওসি তাঁর কক্ষে ডাকেন।

বস্তির বাসিন্দা শহিদুল নামে এক তরুণ বলেন, কড়াইল বস্তিতে দুই–তিনটি গ্রুপ প্রতিদিন ধাওয়া পাল্টা ধাওয়া করে। দোকান, বাসাবাড়িতে চাঁদাবাজি করছে। বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট ও ডিশ সংযোগের নিয়ন্ত্রণ নিতে মরিয়া একেকটি পক্ষ। বিভিন্ন ধরনের লোকজন অস্ত্র নিয়ে বস্তিতে প্রবেশ করে, যাদের আগে দেখা যায়নি। পুলিশ তাদের কিছুই করছে না।

থানার সামনে হাকিম নামে এক বাসিন্দা বলেন, কয়েক দিন আগে কড়াইল বস্তির চাঁদাবাজিকে কেন্দ্র করে সন্ত্রাসী আকতার বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। তাদের বিরুদ্ধে মামলা হলেও পুলিশ কাউকে ধরছে না। তাই তারা থানায় এসেছেন।

থানায় কড়াইল বস্তির বাসিন্দারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। পরে স্থানীয় বিএনপি নেতারা তাঁদের ডেকে কথা বলেন।

এ বিষয়ে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জানান, থানা ঘেরাওয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। গত পরশু রাতে বেলতলা বস্তিতে একটি মারপিটের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় মামলাও হয়েছে। জড়িতদের গ্রেপ্তার ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবিতে তাঁরা থানায় এসেছেন। ওসির সঙ্গে কথা বলেছেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে