হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বাসচাপায় বাবা-ছেলে নিহত, আহত মা

ঢামেক প্রতিবেদক

নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলের মা গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার সকাল ৭টার দিকে কাঁচপুরের ক্যাওডালা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সুরেষ ডাকুয়া (৩৫), ছেলে রোকেশ ডাকুয়া (৭)। আহত হয়েছেন মা নিপু রায় (৩০)। 

নিহত সুরেষ ডাকুয়ার বাবার নাম নারায়ণ চন্দ্র ডাকুয়া। শিশু রাকেশ ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, শিশু রোকেশ ডাকুয়া ঘটনাস্থলেই নিহত হয়। সুরেষ ডাকুয়া ও তাঁর স্ত্রী নিপু রায়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বেলা ১১টার দিকে সুরেষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ঢামেক হাসপাতালে কাঁচপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশ সদস্য মনির হোসেন ও আমজাদ হোসেন জানান, সকালে তারা খবর পান, কাঁচপুর ক্যাওডালা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় তিনজনকে একটি বাস চাপা দিয়েছে। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন শিশুটি মারা গেছে। আহত স্বামী-স্ত্রী রাস্তায় কাতরাচ্ছেন। তখন দ্রুত তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তাঁরা। হাসপাতালে আনার পরপরই সুরেষ ডাকুয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

হাসপাতালে চিকিৎসাধীন আহত নিপু রায় জানান, তাঁদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার খাজুরা গ্রামে। গ্রামে সুরেষের টেইলার্সের দোকান রয়েছে। গত শনিবার (১৩ এপ্রিল) গ্রাম থেকে স্বামী-সন্তানসহ নারায়ণগঞ্জে ‘বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে’ এসেছিলেন পূজা-অর্চনার জন্য। সেখান থেকে আজ (শনিবার) সকালে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে কাঁচপুর ক্যাওডালা বাসস্ট্যান্ডে বাবার হাত ধরে রাস্তা পার হচ্ছিল তাঁর ছেলে। আর তাদের পেছনে ব্যাগ হাতে নিয়ে পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি বাস তাদের ওপর উঠে যায়। 

এদিকে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নওফেল আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়েছেন চালক। গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি। শিশুটির মরদেহ ঘটনাস্থল থেকে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ