হোম > সারা দেশ > ঢাকা

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক রিদওয়ানুর রহমানের মৃত্যু

প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাক নিয়ে রাজধানীর ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. রিদওয়ানুর রহমান। 

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান মৃত্যু পর্যন্ত ইউনিভার্সাল মেডিকেল কলেজের গবেষণা কেন্দ্রের প্রধান গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বিস্তৃত কর্মজীবনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছেন। ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস সম্পন্ন করেন। 

জনপ্রিয় এই অধ্যাপকের মৃত্যুতে শোক জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তিনি বলেন, ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। করোনা ও ডেঙ্গু মহামারিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনস্বাস্থ্য বিষয়ে যে কোনো সমস্যা সমাধানে সরকারকেও পরামর্শ দিয়েছেন। 

অধ্যাপক রিদওয়ানুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ, হেলথ রিপোর্টার্স ফোরাম। পৃথক সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক রেদওয়ানুর এর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট