ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল সোমবার ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এজিএমে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি জনাব মুরসালিন নোমানী।
গণমাধ্যমে পাঠানো সংগঠনের সাধারণ সম্পাদক মসিউর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা দেড়টা থেকে শুরু হবে কর্ম অধিবেশন।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে সংগঠনের পথচলায় সদস্যদের মতামত ও পরামর্শ প্রত্যাশা করা হয় সংগঠনের পক্ষ থেকে। ৩০ নভেম্বর একই স্থানে ডিআরইউর ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে এরই মধ্যে কোলাহলে মুখরিত হয়ে উঠেছে সেগুনবাগিচার ডিআরইউ প্রাঙ্গণ। সাংবাদিকদের অন্যতম শীর্ষ এই সংগঠনে এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন।