হোম > সারা দেশ > গাজীপুর

জয়দেবপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

গাজীপুর প্রতিনিধি

জয়দেবপুর রেলস্টেশনে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের জয়দেবপুরে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে চলাচলে সাময়িক বিঘ্ন ঘটলেও বিকল্প উপায়ে ট্রেন চালু রাখা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, আজ ৫টা ২৫ মিনিটে সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে চার নম্বর লাইন থেকে নিয়মিত লাইনে ওঠার সময় ইঞ্জিনের পেছনের একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হয়।

জয়দেবপুর স্টেশনের স্টেশন মাস্টার ইয়াজবা হোসেন বলেন, ‘সন্ধ্যার দিকে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করে। অল্প কিছুদূর এগোনোর পর জয়দেবপুর-রাজবাড়ী সড়কের লেভেল ক্রসিংয়ের আগে ট্রেনের ইঞ্জিনটি লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হয়। এতে স্টেশনের ৪ ও ৫ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু স্টেশনের ১ ও দুই নম্বর লাইন সচল রয়েছে।’

ইয়াজবা হোসেন আরও বলেন, ‘স্টেশনের ১ ও ২ নম্বর লাইন দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ উভয় ধরনের ট্রেন চলাচল করতে পারবে। তাই বিকল্প উপায়ে রোটেশন পদ্ধতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। শিগগির ইঞ্জিনটি উদ্ধার করে বন্ধ হওয়া লাইন দ্রুত চালু করা হবে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল