হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সহপাঠীর মৃত্যু, দুর্ঘটনা রোধের দাবিতে সড়কে শিশুরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে মানববন্ধন। ছবি আজকের পত্রিকা

সড়ক দুর্ঘটনা রোধে কিশোরগঞ্জ-গোবিন্দপুর চৌরাস্তা সড়কের দক্ষিণ গোবিন্দপুর প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ওই স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্কুলের ৩৫০ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

১৮ ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় সায়মা আক্তার নুহা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এর আগেও এখানে কয়েকবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীরা আহত হয়েছে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, শ্রমিকনেতা আলাল মিয়া, স্কুলের প্রতিষ্ঠাতা আফাজউদ্দিন, প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, অভিভাবক রফিকুল ইসলাম, নিহত নুহার মা হাবিবা আক্তার, ফুফু শাহানা আক্তার প্রমুখ।

বক্তারা গতিরোধক নির্মাণের দাবি জানিয়ে বলেন, অটোরিকশাচালকদের প্রশিক্ষণ এবং ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার পর যেন সড়কে নামতে দেওয়া হয়। এ ব্যাপারে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, ‘উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি থেকে প্রস্তাব এলে আমরা যাচাই-বাছাই করে গতিরোধক নির্মাণ করে দেব।’

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় কোমলমতি শিশু নুহার মৃত্যুর কথা শুনে আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছি। অতি দ্রুত স্কুলটির সামনে গতিরোধক নির্মাণের জন্য কাজ করছি। ইতিমধ্যে এলজিইডির প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। শিগগিরই এখানে গতিরোধক দেখতে পাবেন।’

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট