হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

সহপাঠীর মৃত্যু, দুর্ঘটনা রোধের দাবিতে সড়কে শিশুরা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুলের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে মানববন্ধন। ছবি আজকের পত্রিকা

সড়ক দুর্ঘটনা রোধে কিশোরগঞ্জ-গোবিন্দপুর চৌরাস্তা সড়কের দক্ষিণ গোবিন্দপুর প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে গতিরোধক নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ওই স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্কুলের ৩৫০ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

১৮ ফেব্রুয়ারি দুপুরে স্কুলের সামনে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় সায়মা আক্তার নুহা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এর আগেও এখানে কয়েকবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীরা আহত হয়েছে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল রানা, শ্রমিকনেতা আলাল মিয়া, স্কুলের প্রতিষ্ঠাতা আফাজউদ্দিন, প্রধান শিক্ষক কানিজ ফয়জুন্নাহার বীথি, অভিভাবক রফিকুল ইসলাম, নিহত নুহার মা হাবিবা আক্তার, ফুফু শাহানা আক্তার প্রমুখ।

বক্তারা গতিরোধক নির্মাণের দাবি জানিয়ে বলেন, অটোরিকশাচালকদের প্রশিক্ষণ এবং ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করার পর যেন সড়কে নামতে দেওয়া হয়। এ ব্যাপারে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, ‘উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি থেকে প্রস্তাব এলে আমরা যাচাই-বাছাই করে গতিরোধক নির্মাণ করে দেব।’

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, ‘সড়ক দুর্ঘটনায় কোমলমতি শিশু নুহার মৃত্যুর কথা শুনে আমি নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছি। অতি দ্রুত স্কুলটির সামনে গতিরোধক নির্মাণের জন্য কাজ করছি। ইতিমধ্যে এলজিইডির প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। শিগগিরই এখানে গতিরোধক দেখতে পাবেন।’

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ