হোম > সারা দেশ > ঢাকা

গুলিস্তান-আজিমপুরে বাস পোড়ানোর ভিডিওটি পুরোনো: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল সমর্থনে বাস পোড়ানো-সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে সেগুলো পুরোনো এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে আজ রোববারের (২০ জুলাই) ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ উল্লিখিত এলাকায় বাস পোড়ানোর কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’

ডিএমপির বিবৃতিতে বলা হয়, ‘কিছু কুচক্রী মহল পুরোনো ভিডিও ও ছবি নতুন বলে প্রচার করে মানুষের মনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এতে জনমনে ভীতি তৈরি করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে তারা।’

ডিএমপি আরও জানায়, সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো কর্মকাণ্ড রুখতে পুলিশ তৎপর রয়েছে। রাজধানীর সব এলাকায় কঠোর নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে ঢাকাবাসীকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব থেকে বিরত থাকার এবং যাচাই ছাড়া কিছু না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল