হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গোলাম দস্তগীরকে প্রধান আসামি করে ২ মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার একটিতে ১৩৩ জন ও অপরটিতে ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাগুলোতে অজ্ঞাত রাখা হয়েছে আরও ১ হাজার জনকে। 

গতকাল বুধবার রাতে মো. জুয়েল মিয়া ও মো. কাজী আহমেদুল্লাহ আহাদ নামের দুই ব্যক্তি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক মামলা করেছেন। এ বিষয় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা-মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতা–কর্মীরা। 

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এবং সানারপাড় অংশে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এতে আহত হন মামলার বাদীরা। 

এ ছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনে জেলার রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র রোমান মিয়া নিহত হয়। এই ঘটনায় ২০ আগস্ট নিহতের খালা রিনা খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক