হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গোলাম দস্তগীরকে প্রধান আসামি করে ২ মামলা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার একটিতে ১৩৩ জন ও অপরটিতে ৪১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাগুলোতে অজ্ঞাত রাখা হয়েছে আরও ১ হাজার জনকে। 

গতকাল বুধবার রাতে মো. জুয়েল মিয়া ও মো. কাজী আহমেদুল্লাহ আহাদ নামের দুই ব্যক্তি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক মামলা করেছেন। এ বিষয় নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। 

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা-মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতা–কর্মীরা। 

মামলার এজাহারে বলা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এবং সানারপাড় অংশে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এতে আহত হন মামলার বাদীরা। 

এ ছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনে জেলার রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র রোমান মিয়া নিহত হয়। এই ঘটনায় ২০ আগস্ট নিহতের খালা রিনা খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির