হোম > সারা দেশ > ঢাকা

ওয়াশ রুমে অচেতন অবস্থায় পড়ে ছিলেন কবি হেলাল হাফিজ

আজকের পত্রিকা ডেস্ক­

কবি হেলাল হাফিজ। ছবি: সংগৃহীত

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। মৃত্যুর আগে তিনি চেনা–জানা–পরিচিত অনেককেই ফোন করে তাঁর শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছিলেন। শাহবাগ থানা-পুলিশ জানায়, রাজধানীর শাহবাগের সুপার স্টার নামের একটি আবাসিক হোস্টেলে থাকতেন তিনি। আজ শুক্রবার সেই হোস্টেলের কমন ওয়াশ রুমে অচেতন অবস্থায় পড়ে যান কবি। উদ্ধারকালে তাঁর মাথায় রক্ত দেখা যায়।

পুলিশ জানায়, দুপুরে হোস্টেলের অন্য সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশ রুমের দরজা ভেঙে দেখেন কবি হেলাল হাফিজ ফ্লোরে পড়ে রয়েছেন এবং তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে। পরে শাহবাগ থানা-পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর বলেন, হোস্টেলের কমন ওয়াশ রুমে যাওয়ার পর তিনি দীর্ঘক্ষণ সাড়া না দেওয়ায় সন্দেহ হয়। দরজা ভাঙার পর দেখা যায়, বেসিনের ওপর পড়ে তাঁর মাথা ফেটে যায় এবং বেসিনটিও ভেঙে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

কবি হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্যমহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু দেশের সাহিত্যাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন:

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ