হোম > সারা দেশ > ঢাকা

ওয়াশ রুমে অচেতন অবস্থায় পড়ে ছিলেন কবি হেলাল হাফিজ

আজকের পত্রিকা ডেস্ক­

কবি হেলাল হাফিজ। ছবি: সংগৃহীত

দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ মারা গেছেন। মৃত্যুর আগে তিনি চেনা–জানা–পরিচিত অনেককেই ফোন করে তাঁর শারীরিক অবস্থা ভালো না বলে জানিয়েছিলেন। শাহবাগ থানা-পুলিশ জানায়, রাজধানীর শাহবাগের সুপার স্টার নামের একটি আবাসিক হোস্টেলে থাকতেন তিনি। আজ শুক্রবার সেই হোস্টেলের কমন ওয়াশ রুমে অচেতন অবস্থায় পড়ে যান কবি। উদ্ধারকালে তাঁর মাথায় রক্ত দেখা যায়।

পুলিশ জানায়, দুপুরে হোস্টেলের অন্য সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ওয়াশ রুমের দরজা ভেঙে দেখেন কবি হেলাল হাফিজ ফ্লোরে পড়ে রয়েছেন এবং তাঁর মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে। পরে শাহবাগ থানা-পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর বলেন, হোস্টেলের কমন ওয়াশ রুমে যাওয়ার পর তিনি দীর্ঘক্ষণ সাড়া না দেওয়ায় সন্দেহ হয়। দরজা ভাঙার পর দেখা যায়, বেসিনের ওপর পড়ে তাঁর মাথা ফেটে যায় এবং বেসিনটিও ভেঙে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে তিনি পড়ে গিয়েছিলেন।

কবি হেলাল হাফিজের মৃত্যুতে সাহিত্যমহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু দেশের সাহিত্যাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকেই।

আরও পড়ুন:

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ

কেরানীগঞ্জে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ